ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাধ্যমিকে একযোগে ৮ উপপরিচালক নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
মাধ্যমিকে একযোগে ৮ উপপরিচালক নিয়োগ

ঢাকা: আটজন শিক্ষা কর্মকর্তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আট অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে তিন অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালককে পদায়নের জন্য মাউশিতে ন্যস্ত করা হয়েছে।

 রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা, গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামানকে খুলনা, ঢাকা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলামকে কুমিল্লা, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসোইনকে বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুর রশীদকে রংপুর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আব্দুল্লাহকে সিলেট, জয়পুরহাট জেলার পাঁচবিবি লাল বিহারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. নাসির উদ্দিন (মূল পদ জেলা শিক্ষা অফিসার)-কে ময়মনসিংহ এবং বান্দরবান জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীকে চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আর খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক রুহুল আমিন, বরিশাল অঞ্চলের মাহবুবা হোসেন ও ময়মনসিংহ অঞ্চলের রওশন আরা খানকে পরবর্তী পদায়নের জন্য ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমআইএইচ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।