ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সায়েন্স অ্যারেনার সভাপতি সিজান, সম্পাদক অনন্যা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
শাবিপ্রবিতে সায়েন্স অ্যারেনার সভাপতি সিজান, সম্পাদক অনন্যা জেড এম তৌহিদুল ইসলাম সিজান ও অনন্যা সোহেলী চৌধুরী

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেড এম তৌহিদুল ইসলাম সিজানকে সভাপতি এবং পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অনন্যা সোহেলী চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীতি করা হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার পল্লব, সহ-সভাপতি সৈয়দ আলি তৌফিক, আব্দুল্লাহ হক, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল হক আবির, ডিরেক্টর অব কিউবিং উইং আরিফ হোসাইন সাকিব, কোষাধ্যক্ষ বখতিয়ার আলম কবির, সহ-কোষাধ্যক্ষ ফাইজুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা আনজুম ঐশী, সহ-সাংগঠনিক সম্পাদক জহির, আলি হোসেন, দপ্তর সম্পাদক ফৌজিয়া মম, সহ-দপ্তর সম্পাদক আহমেদ শামসুল আরেফিন, মেহেদি, ডিরেক্টর অব পাব্লিকেশন অ্যান্ড ম্যাগাজিন অহনা দেব, তানভির, ডিরেক্টর অব স্টাডি সার্কেল মিতুল ইসলাম, ডিরেক্টর অব অ্যাকাডেমিক উইং হাসনাত সুলতান হিমেল, ডিরেক্টর অব ভিজুয়াল আর্টস শিহাব মোস্তফা।

এছাড়া কো-অর্ডিনেটর অব পাবলিকেশন অ্যান্ড ম্যাগাজিন হিসেবে গোলাম মোহাম্মদ তুহিন প্রদীপ পাসি, কো-অর্ডিনেটর অব স্টাডি সার্কেল নজরুল ইসলাম রনি, কো-অর্ডিনেটর অব স্কুল ইভেন্টস মেহেদী হাসান রাকিব, কো-অর্ডিনেটর অব অলিম্পিয়াড অ্যান্ড ওয়ার্কশপ আহনাফ তৌহিদ রাদ, কো-অর্ডিনেটর অব ভিজুয়াল আর্টস জান্নাতুল ফেরদৌস তান্নি, কো-অর্ডিনেটর অব কিউবিং উইং তূর্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।