ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২২ সালের বৃত্তিপরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১২ নম্বরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে সারাদেশে মোট ১৮০টি কেন্দ্রে ৬০ হাজার ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ২৫২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও অন্যান্য গ্রেডে ১০ হাজার ৩৬৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষা সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এল এম কামরুজ্জামান, বিশেষ অতিথি  ছিলেন মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা। এছাড়া সংগঠানের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এমএমআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet