ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
খুবিতে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের উদ্যোগে ‘লিগ্যাল ডায়নামিক্স ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ (সমসাময়িক বিশ্বের আইনি গতিশীলতা) শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান।

তিনি বলেন, বৈশ্বিক পরিবর্তনের সাথে আমাদের দেশেও বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্যণীয় হয়ে উঠেছে। বিশেষ করে আর্থ-সামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন সাধিত হয়েছে। এর ফলে আইন ও বিচারের ক্ষেত্রে নতুন নতুন দিক ও সমস্যা উদ্ভুত হচ্ছে। এ পেক্ষাপটে আইনের অনেক ক্ষেত্রে সংশোধন ও সংযোজনের প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন দেশে আইনি শিক্ষা ও গবেষণার প্রসার ঘটেছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা এবং বিচার ব্যবস্থার অভিজ্ঞতা থেকে অনেক কিছুই আইনি শিক্ষার কারিকুলায় নতুনভাবে অন্তর্ভূক্ত হতে পারে।

তিনি এই সম্মেলন আয়োজন করার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনকে ধন্যবাদ জানান এবং এখান থেকে প্রাপ্ত সুপারিশ, পর্যবেক্ষণ, ফাইন্ডিংস শিক্ষা-গবেষণা ও প্রায়োগিক ক্ষেত্রের জন্য নানা দিক-নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করেন। পরে তিনি ‘ডিনামিজম ইন ক্রিমিনাল ট্রাইলস: বাংলাদেশ প্রেসপেক্টিভস’ শীর্ষক কি-নোট উপস্থাপন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। তিনি এই সেমিনারে কি-নোটসহ যে সমস্ত নিবন্ধ উপস্থাপন হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। আইনের শিক্ষক-শিক্ষার্থী ও চর্চাকারীরা এই সম্মেলন থেকে নতুন নতুন বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন যা তাদের পেশাগত জীবনে প্রভূত কাজে আসবে  বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশে প্রচলিত আইনের বেশ কিছু দিকে আলোকপাত করে উদ্ভুত বাস্তবতায় সংশোধন ও সংযোজনের বিষয়ে গুরুত্বারোপ করেন। খুলনা বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ওবিই কারিকুলা প্রণয়ন ও তা অনুসরণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্যাট্রন হিসেবে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন সাধারণ মানুষ আইনের জটিলতা বোঝেন না। তারা দ্রুত বিচার পেতে চান। কিন্তু নানা কারণে বিচার পাওয়ার ক্ষেত্রে যে ভোগান্তি ও দীর্ঘ সূত্রতা তা তাদেরকে হতাশ করে। এ অবস্থা থেকে বেরিয়ে আসা দরকার। বিচার কাজ দ্রুত নিস্পত্তি না হলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন। মানুষ যতো আইন মানবে সেই সমাজে শৃঙ্খলা স্থাপিত হবে, ততো উন্নত হবে। বিশ্ববিদ্যালয়ের এই সেমিনার থেকে নতুন দিক-নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন এমন একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করায় তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। তিনি এই সম্মেলন আয়োজন করার জন্য উপাচার্য মহোদয়ের তাগিদ ও দিকনির্দেশনার জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং প্রধান অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথিসহ অংশগ্রহণকারীদের প্রতি ডিসিপ্লিনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ। সম্মেলনে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২৪টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ১২৮জন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী আইনপেশা সংশ্লিষ্টরা অংশগ্রহণ করছেন। দু’দিনব্যাপী এ সম্মেলনে ৩৭টি নিবন্ধ উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet