ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন: ২৫ পদেই আওয়ামী পন্থীদের জয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন: ২৫ পদেই আওয়ামী পন্থীদের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ ২৫ পদেই জয় লাভ করেছে।

রোববার (১৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন- অধ্যাপক আশফাক হোসেন (১১৯৭৬ ভোট), অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী (১১৮৩৩ ভোট), ডা. নুজহাত চৌধুরী (১১৭৬০ ভোট), অধ্যাপক অসীম কুমার সরকার (১১৪২৩ভোট), এম আর এম মনজুরুল আহসান বুলবুল (১১৫১২ ভোট), এ এইচ এম এনামুল হক চৌধুরী,  এইচ. এম. বদিউজ্জামান (১১৫৬৪ ভোট), এস এম বাহলুল মজনুন (১১৫৮২ ভোট), অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ (১১১৭২ ভোট) ও নিজাম চোধুরী( ১০৯৬৫ ভোট), অধ্যাপক মীর্জা মো. আব্দুল বাছেত (১১৩৩৯ ভোট), মুহাম্মদ শফিক উল্যা (১০৭৬০ ভোট), অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী (১০৭০৬ ভোট), ইকবাল মাহমুদ বাবলু (১১১৬৯ ভোট), ডা. মোহাম্মদ হোসেন (১০৯৫৫ ভোট), এম অহিদুজ্জামান (১১৬৮৩ ভোট), মো. আতাউর রহমান প্রধান (১১৫৭৫ ভোট), অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও ডা. মো. কামরুল হাসান মিলন (১০৯৯৫ ভোট), অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী (১১১৮২ ভোট), মো. মুরশেদুল কবীর (১১৫১৭ ভোট), রঞ্জিত কুমার সাহা (৯৭৩২ ভোট), অধ্যাপক শারমিন মূসা (১০৯৪৯ ভোট), অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (১০৯৮৬ ভোট), অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার (৯৭২৮ ভোট)।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৯,২০২৩
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।