জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে চলাচল করা সব ধরনের যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ক্যাম্পাসে অননুমোদিত রিকশা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অননুমোদিত রিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করা হলো। ক্যাম্পাসে অননুমোদিত রিকশা পাওয়া গেলে তা হাইওয়ে থানায় সোপর্দ করা হবে। এছাড়া ক্যাম্পাসে মোটরসাইকেলসহ যন্ত্র চালিত সকল ধরনের যানবাহন চালানোর সর্বোচ্চ গতিসীমা ৩০ কি.মি. নির্ধারণ করা হলো। তবে আইন ভঙ্গকারীকে ধরার ক্ষেত্রে নিরাপত্তা কর্মকর্তাদের জন্য গতির সীমাবদ্ধতা থাকবে না।
পাশাপাশি ক্যাম্পাসের দুর্ঘটনাপ্রবণ স্থানে সাইনবোর্ড স্থাপন করা এবং ক্যাম্পাসের স্পিড ব্রেকারগুলো দৃষ্টিগোচর করতে রং করার ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
নিউজ ডেস্ক