ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষাবৃত্তি পাবেন আবাসিক সুবিধা বঞ্চিত ছাত্রীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
শিক্ষাবৃত্তি পাবেন আবাসিক সুবিধা বঞ্চিত ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক সুবিধা বঞ্চিত নারী শিক্ষার্থীরা আগামী ফেব্রুয়ারি থেকে তিন হাজার টাকা করে বৃত্তি পাবেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী হলে থাকার যোগ্য, কিন্তু আমরা সিট দিতে পারছি না, তাদেরকে প্রতি মাসে ৩ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে, তাদের মধ্য থেকে অনেককেই সিট দিয়েছি। কিন্তু যাদের দিতে পারিনি, তাদের যাচাই-বাছাই করে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

অধ্যাপক জাহাঙ্গীর আরও বলেন, মেয়েদের নতুন হল নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, তাতে প্রায় তিন বছর সময় লাগবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন হোস্টেলে খবর নিয়ে জেনেছি, একটি সিটের জন্য আড়াই হাজার টাকা লাগে। তাই আমরা তিন হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি হল থেকে এ বিষয়ক কমিটি নাম যাচাই-বাছাই করে তালিকা দেবে। সে অনুসারে এই অর্থ সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।