ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে অফিস ছুটি ১৫ দিন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
জাবিতে অফিস ছুটি ১৫ দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, (জাবি): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ দিনের অফিস ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর, মে দিবস ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পনের দিন অফিস ছুটি থাকবে। এছাড়াও, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৪ মে অফিস ছুটি থাকবে।

এর আগে গত ২৩ মার্চ রহিমা কানিজ স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে ২৭ মার্চ থেকে ৩৯ দিনের ক্লাস ছুটির ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ