ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীন বিএড, এমএড ও লাইব্রেরি সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আইআইইআর ভবন ও বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৩০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৪৭ জন এবং লাইব্রেরি সায়েন্স কোর্সে ৮০ আসনের বিপরীতে ৫৭ জন আবেদন করেন। আবেদনকারী প্রায় অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, শান্তির্পূণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের অংশগ্রহণও ছিল সন্তোষজনক। রোববাররের (১৬ এপ্রিল) মধ্যে ফল প্রকাশ হতে পারে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iu.ac.bd -এ বিস্তারিত পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসআরএস