ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ২০, ২০২৩
শাবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাবিপ্রবি (সিলেট): কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

এদিন, দুপুর পৌঁনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপ্নন কুমার সরকার, সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, সারাদেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবার সহযোগিতায় এমন একটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পরীক্ষায় সারাদেশে ৯৮ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ৩ ইউনিটে সারাদেশে অংশ নেবে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ