ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ বুধবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ২২, ২০২৩
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ বুধবার

শাবিপ্রবি, (সিলেট): আগামী বুধবারের (২৪ মে) মধ্যে গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (২২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য।

তিনি বলেন,  গত শনিবার (২০ মে) অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সারা দেশব্যাপী গুচ্ছের ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা চেষ্টা করছি দুই/একদিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে।

তিনি আরও বলেন, অন্যান্যবারের তুলনায় এবার শিক্ষার্থীরা ভালো সাড়া দিয়েছেন। এতে উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ দশমিক ২৮ শতাংশ।

প্রসঙ্গত এবারের বি ইউনিটে (মানবিক) ২২টি বিশ্ববিদ্যালয়ে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। এতে আবেদন করেছেন ৯৬ হাজার ৪৩৪ জন। পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।