ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিসিএসে ‘নন-ক্যাডার’ পদে নিয়োগ দিতে বাধা কাটল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
বিসিএসে ‘নন-ক্যাডার’ পদে নিয়োগ দিতে বাধা কাটল

ঢাকা: বিসিএসে ‘নন-ক্যাডার’ পদে নিয়োগ দিতে বাধা কাটল। এ সংক্রান্ত সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১৪ জুন) আগের বিধিমালা সংশোধন করে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ এর গেজেট প্রকাশ করে।

সংশোধিত বিধিমালা জারির ফলে বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেই জটিলতা কেটে গেছে।

নতুন বিধিমালায় বলা হয়েছে, এই বিধিমালা কার্যকর হওয়ার আগে যেসব বিসিএস পরীক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশের উল্লেখ ছিল, কিন্তু পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ ছিল না, সংশ্লিষ্ট বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সরকার বিসিএসওয়ারী নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ করে কমিশনকে অনুরোধ করা সাপেক্ষে এই বিধির অধীন প্রদত্ত সুবিধাদি প্রযোজ্য হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএসসি সূত্র জানায়, বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১০ সালে বিধিমালা করে সরকার। ২০১৪ সালে বিধিমালা সংশোধন করে ক্যাডার পদের সঙ্গে নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের অনুরোধপ্রাপ্তি সাপেক্ষে নন-ক্যাডার পদের বিবরণী ও সংখ্যা প্রকাশ করার বিষয়টি যুক্ত করা হয়। কিন্তু বিগত ২৮তম থেকে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।