ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে ঢাবির গ্রন্থাগার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ২২, ২০২৩
ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে ঢাবির গ্রন্থাগার

ঢাকা বিশ্ববিদ্যালয়: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগার।

বৃহস্পতিবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আগামী ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ জুন যথাক্রমে গ্রন্থাগারের পাঠকক্ষসমূহের কার্যক্রম চালু থাকবে।

ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকক্ষসমূহ যথারীতি খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।