ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বদলে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
বদলে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম

ঢাকা: ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের নামে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবে বিশ্ববিদ্যালয়টির নাম করা হয়েছে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’।

বিশ্ববিদ্যালয়টির সংক্ষেপে নাম হবে ‘আবেদ ইউনিভার্সিটি’।  

শিক্ষা মন্ত্রণালয়ে নাম প্রস্তাব পাঠানোর পর সেটির ওপর মতামত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।  

মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বাংলানিউজকে জানিয়েছে, আমরা নাম পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছি এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।

২০০১ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৩ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এমআইএইচ/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।