খুলনা: মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নির্দেশনানুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ জুলাই) ক্যাম্পাসের বেশ কিছু স্থানের ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশেষ করে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ড্রেনসমূহ, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, আবাসিক কোয়ার্টারগুলোর আশপাশসহ বিভিন্ন জায়গায় ফগার মেশিনের মাধ্যমে নিয়মিতভাবে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে এবং হল কর্তৃপক্ষ আবাসিক হলগুলোতে মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ঝোপ-ঝাড় প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমআরএম/আরআইএস