ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের 

বরিশাল: আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে বরিশালে বৃষ্টিতে ভিজে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

এতে সড়কের যানচলাচলে ধীরগতি দেখা দিলে দুর্ভোগে পড়েন নগরবাসী।

পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাত্র ১৫ মাসে পরীক্ষার সিলেবাস শেষ করা অসম্ভব দাবি করে সময় পেছানোর দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় ৫০ নম্বরে পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়।

পাশাপাশি ঢাকায় আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীকে আটকের তীব্র প্রতিবাদ জানান তারা।

কর্মসূচিতে বক্তৃতা করেন, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ইশান দাস, জয় কর্মকার, স্মরণ, লিয়ন ও আরিয়ান।

শিক্ষার্থীরা বলেন, অতীতে এইচএসসি অধ্যায়নরতদের পড়াশোনার জন্য ২৪ মাস সময় দেওয়া হতো। কিন্তু সেশনজট কমানোর অজুহাতে এবার আমাদের সময় দেওয়া হয়েছে মাত্র ১৫ মাস। এই অল্প সময়ে সিলেবাস শেষ করা সম্ভব না। আমরা প্রস্তুতিবিহীন অবস্থায় পরীক্ষায় অংশ নিলে খারাপ ফলাফল করবো।  

ফলে ভবিষ্যতে মেডিকেল কলেজ, বুয়েটসহ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধে পিছিয়ে যাবে বলেও মনে করেন শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময় ১৭৫১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।