ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাস্তা বন্ধ করে নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
রাস্তা বন্ধ করে নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা: বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নীলক্ষেতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে নিউমার্কেটে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলা হলে শিক্ষার্থীরা সাত কলেজের সমন্বয়ক ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে গেলে দুপুর ১ টা ২০ এর দিকে অবরোধ তুলে নেওয়া হয়।  

শিক্ষার্থীদের দাবি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।  

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, মার্কশিটসহ সকল ডকুমেন্ট জমা দিয়েছি ঢাবি কর্তৃপক্ষের কাছে কিন্তু আমরা আশাহত হয়েছি। তাই রাস্তা অবরোধ করেছি।  

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসকেবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।