ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে আকাশ-সানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
ইবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে আকাশ-সানি আবু তালহা আকাশ ও খায়রুজ্জামান খান সানি

ইবি (কুষ্টিয়া): বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  

কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু তালহা আকাশ সভাপতি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দায়িত্বপ্রাপ্তদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।  

নবনির্বাচিত সভাপতি আবু তালহা আকাশ বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখায় আমাকে সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরপর চারবারের বর্ষসেরা শাখা নির্বাচিত হয়েছে ইবি শাখা। এই ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের ছাড়িয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আমরা তা অর্জন করতে পারব বলে আশা রাখি।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। তখন থেকেই তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে সংগঠনটি। বর্তমানে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ কলাম লেখক ফোরাম।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।