ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার হলে ফোন ব্যবহার, শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
পরীক্ষার হলে ফোন ব্যবহার, শিক্ষার্থী বহিষ্কার প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন ব্যবহার করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন হল পর্যবেক্ষক।

 

চাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (পাউবো) কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত ওই শিক্ষার্থী হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের বলে জানা গেছে।

কেন্দ্র সুপার ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্ জানান, মঙ্গলবার ইংরেজী প্রথমপত্রের অনুষ্ঠিত পরীক্ষায় ১২০ নম্বর হলে ফোন ব্যবহার করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন হল পর্যবেক্ষক মো. সাইফুল্লাহ।  

এছাড়া এদিন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ কেন্দ্রে একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এর আগে, গত ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষার প্রথমদিনে উপজেলার সাতটি কেন্দ্রে ২ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৮৬৩ জন অংশ নেয়। ওইদিন অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।