ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দায়মুল্লা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সংবর্ধনা-বৃত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
দায়মুল্লা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সংবর্ধনা-বৃত্তি

নীলফামারী: দায়মুল্লা ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও বৃত্তি দেওয়া অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) নীলফামারীর সৈয়দপুর উপজেলা সংলগ্ন রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল।  

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম, শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. রফিকুল ইসলাম, ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও অভিভাবক সদস্য দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মোজাহিদুল ইসলাম জাহিদ।  

গত এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা শতভাগ পাস করে উপজেলার মধ্যে কৃতিত্ব অর্জন করায় আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধিত করা হয়। এছাড়া উপজেলা কিন্ডারগার্টেন বৃত্তি, এককালীন বৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার হিসাবে ক্রেস্ট, সনদপত্র ও অর্থ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।