ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

শিক্ষা

নভেম্বরে রাবির দ্বাদশ সমাবর্তন, রেজিস্ট্রেশন শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
নভেম্বরে রাবির দ্বাদশ সমাবর্তন, রেজিস্ট্রেশন শুরু মঙ্গলবার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন-২০২৩ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনুষ্ঠেয় সমাবর্তনে ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত www.ru.ac.bd এ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

আর এতে অংশ নেওয়ার পর অংশগ্রহণকারীদের সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না বলেও জানান রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ