ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েট ভাইস-চ্যান্সেলরের সঙ্গে খুবি ভাইস-চ্যান্সেলরের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
কুয়েট ভাইস-চ্যান্সেলরের সঙ্গে খুবি ভাইস-চ্যান্সেলরের সাক্ষাৎ

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কুয়েট ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 এসময় কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কুয়েট ভাইস-চ্যান্সেলরকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়। এসময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার গুণগত মান বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় ভাইস-চ্যান্সেলর শিক্ষক এবং শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।