ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঢাবির ফান্ডের কার্যক্রম শুরু শনিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঢাবির ফান্ডের কার্যক্রম শুরু শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণার উন্নয়নে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে একটি নিজস্ব ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে।

‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ শীর্ষক এই ফান্ডের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম আগামী ১৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে উদ্বোধন করা হবে।



মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই ফান্ডের কার্যক্রম উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ফান্ডে অনুদান দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা, সমাজের ধনাঢ্য, দানবীর এবং শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিদের অনুরোধ করা যাচ্ছে।  

উল্লেখ্য, আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিরা শনিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদানের চেক দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা সেপ্টেম্বর ১২, ২০২৩
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।