ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

আদিতমারীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আদিতমারী প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আদিতমারীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আদিতমারী (লালমনিরহাট): লালমনিরহাটের আদিতমারীতে শুক্রবার বিকেলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।



আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লালমনিরহাট-২ আসনের সাংসদ মজিবর রহমান।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাব্বী, সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র, আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রণজিৎ কুমার দেবনাথ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র প্রমুখ।
 
এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৪৬ ও জেএসসি পরীক্ষায় বৃত্তি অর্জনকারী ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।