ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রাবাসের ছাদের পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
ছাত্রাবাসের ছাদের পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত

বরিশাল: দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বজ্রমোহন (বিএম) কলেজ ছাত্রাবাসের ছাদের পলেস্তারা ও ঢালাইয়ের অংশ খসে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ডিগ্রি হোস্টেলের (২০৮) নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম, মাস্টার্সের মমিনুল ইসলাম, ৪র্থ বর্ষের ইমন ও মাসুম।

আহত রেজাউল ইসলাম বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। এ সময় হঠাৎ করেই ছাদের ঢালাইয়ের কয়েকটি বড় বড় অংশ খসে পড়ে।

আহত অন্য শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজ ছাত্রাবাসের (এ ও বি) ব্লক পরিত্যক্ত ঘোষণা করার কথা থাকলেও তা এখনও করা হয়নি। দুটি ভবনেই শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বসবাস করেন।

এছাড়া প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটলেও কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়না বলেও অভিযোগ শিক্ষার্থীদের। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, গতরাতের ঘটনা শুনে ডিগ্রি হলের ওই রুমটি আমরা পরিদর্শন করেছি। এ সম্পর্কে শিক্ষা প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। তারা দ্রুতই হলটি দেখতে আসবেন ও যথাযথ ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, এ ব্লকের এই হলটি অনেক পুরনো। তাই এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অচিরেই সব ছাত্রাবাসগুলো মেরামত করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।