ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০১২
খুবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনে উচ্চ শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় গবেষণা পদ্ধতির ওপর ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার সন্ধ্যায় শেষ  হয়েছে।
 
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক ভবনে প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।



প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুদ্দিন শাহ্ প্রশিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান ও উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিভিন্ন ডিসিপ্লিনের ২০ জন শিক্ষকসহ মাস্টার্স ও মাস্টার্স অব ডিভেলপমেন্ট স্টাডিজের ৬০ জন ছাত্রছাত্রী প্রশিক্ষণে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।