ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন

চাঁদপুর: নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি ভার্সনে যাত্রা শুরু হয়েছে জোবেদা মতিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ।

শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টাযর দিকে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

এ সময় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মশিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে।

চলতি বছরের জানুয়ারি মাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শ্রেণি কার্যক্রম বৃদ্ধি পাবে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মেজবাহ কবির, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ সুধীজন।

চলতি শিক্ষাবর্ষে অধ্যয়নরত তিন শ্রেণির শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রত্যেকে নিজেদের পরিচয় এবং ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা তুলে ধরে।

পরে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ