ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেগমগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ২৪, ২০১২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।



এ সময় তারা সড়কে বাঁশ ও গাছ ফেলে ব্যারিকেড দিয়ে সড়কের ওপর বসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের এ সঙ্কটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে ঢাকা-নোয়াখালী মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে জানান, বিদ্যালয়ে ২৩ শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ মাত্র ১১ শিক্ষক রয়েছেন। এতে নিয়মিত বিষয়ভিত্তিক ক্লাস হচ্ছে না।

তারা জানান, একজন শিক্ষক একই সময়ে দু`টি শ্রেণিকক্ষে একটি ক্লাসের জন্য নির্দিষ্ট ৪০-৪৫ মিনিট সময়কে ভাগ করে পাঠদান করেন।

অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের গাফেলতির কারণে এ সঙ্কট নিরসন হয়নি। তবে মানববন্ধন শেষে প্রধান শিক্ষকের কক্ষে বেগমগঞ্জ ইউএনও, ওসি ও শিক্ষকরা জরুরি বৈঠকে বসেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক সুপাল চন্দ্র শীল বাংলানিউজকে জানান, শিক্ষক সঙ্কটের কারণে বিদ্যালয়ে পাঠদানে বিঘœ হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার নূরুল হক বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের দাবি আদায়ের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।

সঙ্কট নিরসনে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।