ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে পুরকৌশল বিভাগের নবীনবরণ-বিদায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০১২

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর পুরকৌশল বিভাগের ২০১১ ব্যাচের নবীনবরণ ও ২০০৭ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পুরকৌশল অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খো. মো. শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন- পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. বজলার রহমান, তওই কৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, পরিচালক (ছাত্র কল্যাণ), চলতি দায়িত্ব প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ প্রমুখ।

পুরকৌশল বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন- প্রফেসর ড. মো. মঞ্জুর হোসেন, ড. মুহাম্মদ শাহজাহান আলী, মো. আতাউর রহমান, সজল কুমার অধিকারী, মো. রাফিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট এবং নবীন ছাত্রছাত্রীদের হাতে ফুল তুলে দেন।
এ সময় পুরকৌশল বিভাগের শিক্ষক এবং সব ব্যাচের ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।