ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেসক্লাব ছেড়ে যাবেন না শিক্ষকরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুন ২৫, ২০১২
‘দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেসক্লাব ছেড়ে যাবেন না শিক্ষকরা’

ঢাকা:  নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটে থাকা শিক্ষকরা দাবি পূরণের ঘোষণা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষক- কর্মচারী ঐক্যজোট আয়োজিত (ক্ষুধার্ত নন -এমপিও শিক্ষা প্রতিষ্ঠান) এ কর্মসূচি শুরু হয়।



বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখার সময় শিক্ষকরা প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে সমাবেশ করছিলেন।

সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস না পাওয়া পর্যন্ত এ মানববন্ধন ও অবস্থান ধর্মঘট চলতে থাকবে বলে সংগঠনের নেতারা সমাবেশে বলেন ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রেসক্লাব প্রাঙ্গণ ছেড়ে যাবো না। প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ’

মানববন্ধন চলাকালে বক্তৃতায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ এশারত আলী বলেন, ‘দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর ২০১০ সালে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা করা হয়। এই তালিকা বাস্তবায়নের সময় বিভিন্ন এলাকা থেকে মন্ত্রী ও এমপিরা তদবির শুরু করেন। ফলে যারা তদবির করতে পেরেছেন কেবল তাদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো নন এমপিও থেকে যায়। সরকারের এমন আচরণে শিক্ষক সমাজ দিশেহারা। ’

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু বলেন, ‘শিক্ষকদের কোন প্রতিষ্ঠানে নিয়োগের সময় অনেক টাকা অনুদান হিসেবে দিতে হয়। অর্থ ও সময় হারিয়ে শিক্ষকরা আজ নিঃস্ব। ’

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘শিক্ষ‍া প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার নামে ইদুর দৌড় প্রতিযোগিতায় নামবেন না। আমরা ক্ষুধার্ত তবে লোভী নই। ’

মানবন্ধনে আরো বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক নাদিয়া সুলতানা হাসি, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হুমায়ন কবীর, চিত্র কান্ত অধিকারী প্রমুখ।

মানবন্ধন ও অবস্থান ধর্মঘটে সারাদেশ থেকে কয়েক’শ শিক্ষক ও কর্মচারী অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১২
এমএ/এ আই/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।