ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত জবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:১১ পিএম, ডিসেম্বর ২, ২০২৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত জবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

জবি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।  

শনিবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধাঞ্জলি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানরা, শিক্ষক-শিক্ষিকা, প্রক্টর, ছাত্র-ছাত্রী, জবি শিক্ষক সমিতি, নীল দল, কর্মকর্তা, জবি ছাত্রলীগ উপস্থিত ছিলেন।

এরপর জবি শিক্ষক সমিতি, জবি ছাত্রলীগের পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।  

গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক অফিস আদেশের মাধ্যমে জবি আইন-২০০৫ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমকে উপাচার্য পদে পরবর্তী সময়ে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক ড.সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এসআরএস

বাংলাদেশ সময়: ৯:১১ পিএম, ডিসেম্বর ২, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।