ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রামুতে প্রজন্ম ’৯৫ বৃত্তি পেল ১৩ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
রামুতে প্রজন্ম ’৯৫ বৃত্তি পেল ১৩ শিক্ষার্থী

কক্সবাজার: কক্সবাজারের রামুতে অষ্টমবারের মত অনুষ্ঠিত হয়েছে প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষা। এবার উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে রামুর ঐতিহ্যবাহী সংগঠন প্রজন্ম ’৯৫ শিক্ষা ট্রাস্ট এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। একই দিন সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুলে তিনজন এবং ইউনিয়নভিত্তিক ১০ জনসহ মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এবার ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তিনজনই বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এরা হলো যথাক্রমে ঐন্দ্রিলা বড়ুয়া (রোল- ৮২৩), ফুয়াদ আল আহাদ ( রোল- ৮৩১) ও নওশিন তারান্নুম (৮৩৩)।

এছাড়া ইউনিয়ন পর্যায়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে মেধানুসারে যথাক্রমে- কাউয়ারখোপ ইউনিয়ন থেকে হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরফিন আবরা রীম,  ফতেখাঁরকুল ইউনিয়ন থেকে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের তারণ্য বড়ুয়া ইশা, রাজারকুল ইউনিয়ন থেকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাদিয়া আশরাফ সিফা, খুনিয়া পালং ইউনিয়নের আল ফুয়াদ একাডেমি উচ্চ বিদ্যালয়ে ছাত্রী সারজানুর করিম সোহা, ঈদগড় ইউনিয়নের ঈদগড় আমীর মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাছিং খাইন, চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের মো. ইসমাইল হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপনান সাঈদ তুহিন, রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া এসএইচডি মডেল হাইস্কুলের ছাত্রী তাজনুভা তাজরিন তাজভি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এ.কে আজাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোজিনা ও গর্জনিয়া ইউনিয়নের গর্জনীয়া উচ্চ বিদ্যালয়ের সোমি আকতার।

সকালে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে প্রবীণ শিক্ষক আব্দুল হালিম, সাংস্কৃতিক সংগঠক মাস্টার মো. আলম, প্রবীণ শিক্ষক মুজিবুল হক, মাস্টার মো. মীর কাসেম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, রামু সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইজত উল্লাহ, শিক্ষক ভূবন বড়ুয়া, প্রজন্ম ’৯৫ বৃত্তি পরিচালনা পর্ষদের আহ্বায়ক নজিবুল আলম, সদস্য সচিব ছালামত উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন- রামু সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক মুজিবুল আলম, পানিরছড়া এসএইচডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

সন্ধ্যায় ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রজন্ম ’৯৫-এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, প্রজন্ম ’৯৫ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বজলুচ সাত্তার ও সুনীল বড়ুয়া প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হবে। এর আগেই স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, সনদ, প্রাইজ মানি ও ক্রেস্ট প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।