ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শীতে খুলনায় এবার বন্ধ মাধ্যমিক স্কুল ও মাদরাসা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
শীতে খুলনায় এবার বন্ধ মাধ্যমিক স্কুল ও মাদরাসা

খুলনা: তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে খুলনার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর ৬টায় খুলনার তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না ওঠা পর্যন্ত খুলনা জেলার সব মাদ্রাসা ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খুলনা অঞ্চলের উপ-পরিচালকের নির্দেশে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানকে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে তাপমাত্রা কমে যাওয়ায় সকালে খুলনার ১ হাজার ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩

এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।