ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
শাবিপ্রবিতে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

 

অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, খেলাধুলার আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। আমরা বিশ্বাস করি, খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। একজন খেলোয়াড় কখনও মাদকাসক্ত হতে পারে না। একজন খেলোয়াড় শারীরিক ও মানসিক প্রফুল্লতা অনুভব করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে। তাই পড়াশোনার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করে থাকি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, খেলাধুলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ শিক্ষক-কর্মকর্তাদের ইভেন্ট। দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।