ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আলীগড় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কি-নোট স্পিকার সাদ্দাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
আলীগড় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কি-নোট স্পিকার সাদ্দাম সাদ্দাম হোসেন

ঢাকা: ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক সেমিনারে চিফ কি-নোট স্পিকার হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. বি আর আম্বেদকর হল এবং আইন অনুষদের যৌথ উদ্যোগে 'ভয়েসেস অব দ্য ওয়াল্ড: অ্যা সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।



অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ গুলরেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একইদিন সন্ধ্যায় মুসলিম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত 'অ্যামব্রেসিং লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি: অ্যান ইন্টারেক্টিভ কালচারাল ইভিনিং ইন কমিউনিকেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে' শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন সাদ্দাম।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাদ্দাম দেশে ফেরার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।