ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদে ১৫ দিন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

অতিথি করেসপন্ডেন্ট, জাবি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
ঈদে ১৫ দিন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার ঈদুল ফিতরে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি কার্যকর হবে আগামী ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত।

তবে অফিস ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে।

রোববার (২৪ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ মার্চ থেকে বন্ধ হবে। তবে অফিসসমূহ বন্ধ হবে ৫ এপ্রিল থেকে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।