যশোর: বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচজন বিশ্বসেরা বিজ্ঞানী ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)।
যবিপ্রবি’র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেওয়া এ পাঁচ বিজ্ঞানী হলেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান, জাপানের তহুকো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাডাহেরু কোমেডা, চীনের জর্জিয়া টেক সেনজেন ইনস্টিটিউটের খণ্ডকালীন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী সাদ আলী, জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির ম্যাটেলিয়ালস্ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক তমোহিরো হায়েসি এবং চীনের হেনান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জিউহা লিউ।
যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যোগদান করা বিজ্ঞানিরা যবিপ্রবি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেবেন। যা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের বিশ্বের কাছে পরিচিত হতে সহযোগিতা করবে। পাশাপাশি যবিপ্রবি র্যাংকিংয়ে এগিয়ে যাবে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, যবিপ্রবিতেও অনেক গুণি শিক্ষক রয়েছেন। তরুণ শিক্ষকদের অনেকে ভালো করছেন। তাদের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের স্কলারদের কাছ থেকেও যদি শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের সুযোগ পান তা শিক্ষার্থীদেকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
তিনি বলেন, আমরা বৈশ্বিক গ্রাজুয়েট তৈরি করতে চাই। সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই।
গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত যবিপ্রবি’র ১০৪তম রিজেন্ট বোর্ডের সভায় বিভাগীয় পরিকল্পনা কমিটির সুপারিশ অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচজন অধ্যাপককে ভিজিটিং প্রফেসর হিসেবে এক বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসআই