ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বিদ্যালয়ে অ্যাসেম্বলি এবং ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, অক্টোবর ২২, ২০২৫
বিদ্যালয়ে অ্যাসেম্বলি এবং ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে নির্দেশনা বিদ্যালয়ে অ্যাসেম্বলি

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, পিটি ও ক্রীড়ার আয়োজন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) মাউশির জারি করা এক নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি, পিটি এবং সময়োপযোগী ক্রীড়ার আয়োজন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, শ্রেণি কার্যক্রম শুরুর আগে প্রতিদিন অ্যাসেম্বলি ও পিটির আয়োজন করতে হবে। পাশাপাশি, শিক্ষাবর্ষ জুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়ামূলক কার্যক্রম আয়োজন করতে হবে।

যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা অন্য কোনো ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হয়, সেখানে সরবরাহকৃত খাবার স্বাস্থ্যসম্মত কিনা তা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।  

এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।