ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির নতুন বর্ষের ক্লাস শুরু ১ জুলাই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
ঢাবির নতুন বর্ষের ক্লাস শুরু ১ জুলাই সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য ফল প্রকাশিত ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের পাঠদান পহেলা জুলাই থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটায় ঢাবির প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল এই তথ্য জানান।

 

সম্মেলনে উপাচার্য এই শিক্ষাবর্ষের চারটি ইউনিটের ফল ঘোষণা করেন।  

তিনি বলেন, ঢাবির একাডেমিক বর্ষের যে হিসেব, সে অনুযায়ী আমরা অনেকদিন পর আবারও ক্লাস শুরু করতে পারছি। আমাদের চেষ্টা থাকবে সামনে জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু করার। সেক্ষেত্রে একাডেমিক ক্যালেন্ডারকে আমরা সেভাবে পরিবর্তন করব।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।