ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

ববির প্রথম সমাবর্তনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
ববির প্রথম সমাবর্তনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বরিশাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।  

রোববার (৩১ মার্চ) দুপুর দেড়টায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।


 
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চ.দা) মো. ফয়সল মাহমুদের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
 
তিনি জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য। সাক্ষাতকালে উপাচার্য প্রধানমন্ত্রীকে ববির ভৌত অবকাঠামোগত কাজের বিষয়ে অবহিত করেন এবং ববির প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।
 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন উপাচার্য ।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।