ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
শাবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

শাবিপ্রবি (সিলেট): শনিবার (২৭ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে সাধারণ বিজ্ঞান ও টেকনোলজি ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


 
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন এ, বি, সি, ডি, ই, লাইব্রেরি বিল্ডিং, ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫ হাজার ৮১০ শিক্ষার্থী।

নিরাপত্তার বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শৃঙ্খলা কমিটির সদস্যরা সজাগ রয়েছে। পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে বা জড়িত কাউকে পাওয়া গেলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী শুক্রবার (০৩ মে) মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৪০৯ জন সর্বশেষ শুক্রবার (১০ মে) বাণিজ্য অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।