ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ১১, ২০২৪
ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

ইবি (কুষ্টিয়া): সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাইরে নিজস্ব পদ্ধতিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত (এক ঘণ্টা) বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

জানা গেছে, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের ৩২০টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ছিলেন ১ হাজার ৯০৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থী। যা উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ।

পরীক্ষার ফলাফলের ব্যাপারে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ফলাফল প্রস্তুতির কাজ চলছে। শনিবার রাতেই ফলাফল প্রকাশ করা পাবে বলে আশা করি।  

গত ২৭ এপ্রিল সমন্বিত গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিট, ০৩ মে ‘বি’ ইউনিট ও ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।