ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

দাখিলেও দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ১২, ২০২৪
দাখিলেও দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা দেশসেরা হয়ে উচ্ছ্বসিত এনএস কামিল মাদরাসার পরীক্ষার্থী ও শিক্ষকরা

ঝালকাঠি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবারও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে আলিম পরীক্ষায়ও দেশসেরা হয়েছে মাদরাসাটি।

শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ফলাফল বলছে, এবারের দাখিল পরীক্ষায় ৪০০ জন ছাত্র অংশগ্রহণ করে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন, অসুস্থতার কারণে তিনজন অকৃতকার্য হলেও বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ও এ প্লাস প্রাপ্তির হারে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এবছরেও মাদরাসা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে।

মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স - মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে।  

প্রতিষ্ঠানের এ সাফল্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুহম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করেন।  

সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সুন্নাতে নববির পরিপূর্ণ অনুসরণ ও আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথের পাবন্দ হওয়ার পাশাপাশি মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হজরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে।  

ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।