ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শিক্ষা

৫১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ১২, ২০২৪
৫১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ঢাকা: ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে।

তবে এর মধ্যেও ৫১টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। শতভাগ শিক্ষার্থী পাস করেছে ২ হাজার ৯৬৮টি প্রতিষ্ঠানে।

রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র দেখা যায়। এদিন সকালে গণভবনে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর ৫১টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এর মধ্যে ঢাকা বোর্ডে ৩টি, রাজশাহী বোর্ডে ২টি, দিনাজপুর বোর্ডে ৪টি, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

যেসব শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অনেকগুলো প্রতিষ্ঠানে খুব কম সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যে কারণে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এ প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা কেন্দ্র থাকা উচিত কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এটা কোনোভাবে সমীচীন নয়। এতে শিক্ষক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি পিছিয়ে যায়, সেগুলোকে এগিয়ে নিতে সরকারের আরো উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।