ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ঘোষণা

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ঘোষণা

বগুড়া: বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

বগুড়ার শিবগঞ্জে শিক্ষার গুণগত মান ও ছাত্র-শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

 

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় ওই সমাবেশের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গতি বাড়ানোর বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। এছাড়াও নন-এমপিওভুক্ত কলেজগুলো এমপিও করণের কাজ চলছে -এমনটিও তিনি জানান।

বিসিকের পরিচালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই ছিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ