ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুধবার কঠোর কর্মসূচি, ঘোষণা মঙ্গলবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
বুধবার কঠোর কর্মসূচি, ঘোষণা মঙ্গলবার শাহবাগে কোটাবিরোধী শিক্ষার্থীরা। ছবি: ফাহিম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি সব গ্রেডের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবার (১০ মার্চ) কঠোর কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করতে পারেন তারা।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় শাহবাগ থেকে এমনটি জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।  

তিনি বলেন, মঙ্গলবার সড়ক ব্লকেডের আওতামুক্ত থাকবে। বুধবার ৬৪ জেলায় কঠোর কর্মসূচির প্রস্তুতির জন্য মঙ্গলবার সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং অনলাইনে-অফলাইনে গণসংযোগ করা হবে।  

মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে বুধবারের কর্মসূচি ঘোষণা করা হবে। তবে ছাত্র ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।

এদিকে ধানমন্ডিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক বৈঠকের পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কোটার বিষয়ে হাইকোর্টের রায়ই চূড়ান্ত।  

শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যে শাহবাগের আন্দোলন থেকে ‘ভুয়া, ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।  

এর আগে সরকারি সব গ্রেডের চাকরিতে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ, বাংলামোটর, সায়েন্সল্যাব, মৎস্যভবন, পল্টন মোড়, গুলিস্তানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ রাখেন তারা। পরে তারা শাহবাগে জড়ো হন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।