ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা শুরু হয়।

এতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

পদযাত্রাটি শাহবাগ হয়ে মৎস্য ভবন মোড় দিয়ে প্রেসক্লাব-হাইকোর্ট এলাকা দিয়ে বঙ্গভবন যাবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

সাড়ে ১২টা নাগাদ আন্দোলনকারীদের গণপদযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পৌঁছায়।

সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে কোটা সংস্কারের পক্ষে নানা স্লোগান দেন তারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইট থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় যানবাহন থাকায় কোটা আন্দোলনকারীদের বিপরীত পাশের রাস্তা ধরে মৎস্য ভবনের দিকে এগোতে দেখা যায়।

তবে পদযাত্রায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেননি শিক্ষার্থীরা।

দুপুর ১টার কিছু আগে শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ে (শিক্ষা ভবনের সামনে) পুলিশের মানবঢালের মুখে পড়েন। তবে সেই বাঁধা ভেঙে গুলিস্তানের জিরো পয়েন্টের দিকে এগোতে থাকেন তারা।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসসি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।