ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৮০ কার্যদিবসের মধ্যে শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম নিষ্পত্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
১৮০ কার্যদিবসের মধ্যে শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত পরিবর্তন জারি করা হয়েছে।

এতে বলা হয়, স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ১৮০ কার্যদিবসের মধ্যে ওই শিক্ষক-কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে স্বীয় পদে পুনর্বহাল হয়ে বিধি মোতাবেক পূর্ণ বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

সাময়িক বরখাস্তের তারিখ/বিভাগীয় কার্যক্রম শুরুর তারিখ থেকে এই সময় গণনা করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।