ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের রুমে মিলল দেশি অস্ত্র, মাদক সেবনের উপকরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের রুমে মিলল দেশি অস্ত্র, মাদক সেবনের উপকরণ 

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ছাত্রলীগ নেতাদের রুম থেকে বেশ কিছু খালি মদের বোতল, মাদক সেবনের নানা উপকরণ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত হল প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

 

এসময় সাংবাদিকদের উপস্থিতিতে হলের রুম থেকে রামদা, ছুরি, লোহার পাইপ, মদের খালি বোতল ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফিরোজ সরকার বলেন, শিক্ষক-শিক্ষার্থী-সাংবাদিক উপস্থিতিতে প্রক্টোরিয়াল বডির কাছে দেশি অস্ত্র ও মাদক হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, সন্দেহজনক রুমগুলোতে হল প্রশাসন, প্রক্টোরিয়াল বডি, সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অভিযান চালানো হয় এবং ভিডিও ধারণ করা হয়। শিক্ষা কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক সব উপকরণ জব্দ করা হয় এবং জব্দকৃত অস্ত্র-মাদক নিয়ম অনুযায়ী প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।