ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

জার্মানির স্টুডেন্ট ভিসা, ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে প্রায় ১৬ লাখ টাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
জার্মানির স্টুডেন্ট ভিসা, ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে প্রায় ১৬ লাখ টাকা

ঢাকা: জার্মানিতে শিক্ষার্থী ভিসা পেতে সেদেশের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমার পরিমাণ বাড়ানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়,  আগামী ১ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের ব্লক অ্যামাউন্টের পরিমাণ বেড়ে ১১ হাজার ৯০৪ ইউরো নির্ধারণ করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ ৯৭ হাজার টাকা।

জার্মানিতে পৌঁছে জীবনযাপনের খরচ বহন করার সক্ষমতা প্রমাণ করার জন্য স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের একটি ব্লকড ব্যাংক অ্যাকাউন্ট থাকা এবং সেখানে উল্লেখিত পরিমাণ অর্থ 'ব্লকড' থাকা আবশ্যক।

এ ছাড়াও, শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের এখন থেকে ভিসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিএফএসকে অগ্রিম প্রসেসিং ফি দিতে হবে। আবেদন করে অনুপস্থিত থাকার প্রবণতা ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে দূতাবাস।

বাংলাদেশ সময়:  ১৩২৭ ঘণ্টা,আগস্ট ২৭,২০২৪
টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ